রাগ - অনুরাগ
রাগ - অনুরাগ
আলাপ
কিছু সুরের নিজস্ব আলাপ আছে
কিছু শেখানো আলাপে বাজে
সম্পর্কের মীড় থেকে মীড়ের গভীরে পৌঁছানোর আগেই
ঠিক শিখে নেবে আলাপ বিস্তার ...
স্থায়ী
কিছু সুর স্থায়ীতে বসত
কিছু সুর পরিযায়ী পাখি ...
কেউ হঠাৎ নিরুদ্দেশ হলে
ঠিকানা ফেলে যায় নাকি ?
অন্তরা
বাঁশির সুরে জেগে থাকে স্পর্শদাগ , আদরের নৌকো
পঞ্চম ছুঁয়ে ধৈবত বা নিষাদে পৌঁছানোর আগে
কতটা আলো ছড়িয়ে দিয়ে যাও
অন্তরার শরীরে ?
সঞ্চারী
সঞ্চারী স্তব্ধতা জানে , জানে দু ঠোঁটের দূরত্ব
বাতাসের সঙ্গে জলের ঢেউয়ের কথোপকথন
লেখা হয় নিঃশব্দে , সঞ্চারীর স্বরলিপিতে
আভোগে
সব গান ফিরে আসে ঘরে
সব কথা সব সুর
শুধু সা থেকে সায়ে
ছড়িয়ে যায় অনন্ত রোদ্দুর ...
দ্রুত
বিষাদের বন্দিশ লেখে সন্ন্যাসী বিকেল
পাতাঝরা পথে
হৃদয়ের লিপিকায় লেখা হয় সুর
ছক ভাঙা অচেনা গতে ...
লয়কারি
আলো ছায়া মাখা জাফরি কাটা পথ
বোলতান কূটতানের বিস্তার
এস্রাজের ছড় টানে সময়
জীবন -মৃত্যু একাকার ।