শরত বাবু লিখছি তোমায় ..
শরত বাবু লিখছি তোমায় ..
ঝকঝকে নীল গোলা রঙে পেন ডুবিয়ে
তোমার আকাশ লিখতে বসলাম শরত বাবু
মাঝে মাঝে পেঁজা পেঁজা তুলো তুলো মেঘ ফুরফুরে
শির শিরে হাওয়ায় শীত শীত করে উঠল হঠাৎ
বাইরে তখন একটা অলিভ রঙের সকাল
বুঝলাম সে এসে গেছে আর তো দেরী নেই ...
শিউলির কমলা বোঁটার রঙ দিয়ে ভুবনটা কে যেন রাঙিয়ে দিল ...
ওই তো ওই তো আমার আগমনী আলো !
দৃষ্টি সীমার বাইরে কাশ ফুলের ঢল ...
বাঁশির মেঠো সুরে তখন শরত রাগ ...
আচ্ছা শরত বাবু ,"ঋতু বদলকে বুঝি লেখা যায় ?"
ধরে রাখা যায় রঙ তুলিতে ?
তবু শরত বাবু তুমি এলেই অন্য রকম ...
দুচোখে মেখে নিই আগমনী সুর ...
এক বছর পর উমা আসছেন ...