মেঘ আজ (সনেট)
মেঘ আজ (সনেট)


মেঘ আজ হলুদবাটা মেখেছে যেন গায়ে,
পীতবসনা,অম্লান আনন্দ মুখে,
সূর্য ভুলেছে অস্ত যেতে, তাকে দেখে।
মেঘ আজ রামধনুর ছবি আঁকবে বলে
আকাশের গায়ে ছড়িয়ে দিয়েছে রঙ,
বৈকুন্ঠের দেবতা শয়ান ছেড়েছে সে ছবি দেখে।
মেঘ আজ ভুলিয়ে দিয়েছে সব দুখ,
কৃষ্ণা আজ শ্যাম-শুভ্র-পীত,
রূপোলী বজ্র নয়,সোনা ঝরে।
বুকের বসন ঠিক করে নেয় নাবালিকা,
ভিজে যায় সে মৃদু রোদে- মৃদু জলে,
ঝড় নয়, মৃদু হাওয়া বয়।
ওদিকে খরায় ফেটে যায় কোনো বুক,
না মেঘ আসে, না বৃষ্টি হয়।