STORYMIRROR

Manik Goswami

Romance Classics

4  

Manik Goswami

Romance Classics

জয়ের জোয়ারে ভাসো

জয়ের জোয়ারে ভাসো

1 min
225

Nov.-15  Love    Team A

জয়ের জোয়ারে ভাসো

মানিক চন্দ্র গোস্বামী


আগুন জ্বালা অন্তর নিয়ে

       এসেছি তোমার দ্বারে,

করুণাধারায় সিক্ত করে

       কাঁদালে যে আজ মোরে ।

অসীম প্রাণের শক্তি ঢেলে

       ভাঙতে চেয়েছি বাধায়,

সমাজ নীতির ঘেরাটোপে পড়ে

        চকিতে শক্তি হারাই ।

আমার খরা চাতক মনে

        স্নিগ্ধ পরশ ভাবি,

হতাশ হয়ে ফিরতে হলে

        হারাবে সকল ছবি ।

সিংহ মনের ইচ্ছে জোরে

        হতাশা-আসন টলে,

কঠিন দৃঢ় বাধার প্রাচীর

        প্রতিবাদী গড়ে তোলে ।


নরম শান্ত মুখের আভায়

        ঘুচাবে বাঁধন বাধার,

সরল, শিষ্ট চোখের চাহনি

        বাড়ায় মনের আকার ।

সাহস-দৃপ্ত মনের জোরে

        জয়ের জোয়ারে ভাসো,

নতুন করে জেতার আশায়

        মনের মাঝেই হাসো ।


Rate this content
Log in

Similar bengali poem from Romance