শারদীয়া সাজে
শারদীয়া সাজে
শারদীয়া সাজে
মানিক চন্দ্র গোস্বামী
ভেসে বেড়ায় আকাশ নীলে
সাদা মেঘের ভেলা,
শরতের সাথে শারদীয়া এলো,
খুশির প্রদীপ জ্বালা।
জলদের চোখে ঘোর ভেঙেছে,
চঞ্চল ছোটাছুটি,
খুশির সাগরে ভাসিয়ে প্রাণে
শিউলির লুটোপুটি।
রুপালি রূপে সূর্য্যের আলো
চিকচিক চারিদিক,
আগমনীর আগমন হেতু
প্রকৃতি নান্দনিক ।
কাশের বনে সাদা পালকের
নয়নাভিরাম ছবি,
বাতাসের দোলে দুলিয়ে শীষে
প্রনমিছে শশী, রবি।
শিশির ভেজা ঘাসের মাথায়
জলের বিন্দু ছোঁয়া,
ভরা নদীর পূর্ণতাতে
অবাধ খুশির খেয়া।
দিগন্ত পারে বিস্তারিত
সবুজ ধানের ক্ষেত,
মনের মাঝে শান্তি ছোঁয়ার
পূর্ণ অভিপ্রেত।
দীঘির জলে শাপলা, কমল,
ভ্রমরের গান শোনে,
কামিনী সুবাসে মাতোয়ারা মন,
রবে না ঘরের কোণে।
আকাশে বাতাসে বার্তা রটেছে
মায়ের আগমন,
ওলো আজ তোরা আরাধনা কর,
দিবারাতি সারাখন।
