কিছু আছে কিছু নেই
কিছু আছে কিছু নেই
কিছু আছে কিছু নেই
মানিক চন্দ্র গোস্বামী
শাখা আছে, পাতা নেই,
তারা আছে, জ্যোতি নেই,
আকাশ আছে, নীলা নেই,
মেঘ আছে, রামধনু নেই।
পুকুর আছে, জল নেই,
সাগর আছে, তরঙ্গ নেই,
হাওয়া আছে, তুফান নেই,
পুষ্প আছে, সুবাস নেই।
ক্লান্তি আছে, আরাম নেই,
কষ্ট আছে, কেষ্ট নেই,
সুখ আছে, শান্তি নেই,
হাসি আছে, খুশি নেই।
মন আছে, হৃদয় নেই,
মায়া আছে, মমতা নেই,
দয়া আছে, দাক্ষিণ্য নেই,
গ্রহীতা আছে, দাতা নেই।
গান আছে, সুর নেই,
কবিতা আছে, ছন্দ নেই,
লেখক আছে, লেখনী নেই,
নাটক আছে, পাঠক নেই।
ভাবনা আছে, ভয় নেই,
গরম আছে, নরম নেই,
বিদ্যে আছে, বুদ্ধি নেই,
অসৎ আছে, সাধু নেই।
ইচ্ছে আছে, সামর্থ নেই,
আক্ষেপ আছে, তৃপ্তি নেই,
দ্বিধা আছে, সাহস নেই,
মানুষ আছে, মনুষ্যত্ত্ব নেই।
শোষণ আছে, শাসন নেই,
রাজত্ব আছে, রাজা নেই,
বিদ্যালয় আছে, পঠন নেই,
শিক্ষক আছে, শিক্ষা নেই।
দ্বন্দ্ব আছে, সম্প্রীতি নেই,
দ্বিধা আছে, সাহস নেই,
স্বার্থ আছে, অনুকম্পা নেই,
অপমান আছে, লজ্জা নেই।
দুর্নীতি আছে, নীতি নেই,
আগ্রাসন আছে, সংকোচ নেই,
যন্ত্রনা আছে, নিরাময় নেই,
সমাজ আছে, সংস্কার নেই।
