রঙীন বসন্ত
রঙীন বসন্ত
রঙীন বসন্ত
মানিক চন্দ্র গোস্বামী
রঙে রঙে উঠেছে সেজে এই বসন্ত বেলা,
রঙের ছোঁয়ায় রঙীন স্বপ্নে প্রাণেতে লেগেছে দোলা।
আল্পনা আঁকে প্রকৃতির বুকে পলাশ, কৃষ্ণচূড়া,
রক্তিম আভা ছড়িয়ে দিয়েছে প্রশান্তির আলোকধারা।
ফাগুনের ফাগে মাতোয়ারা প্রাণ, শরীরে রঙের ছোঁয়া,
রঙের খেলায় শ্যামকে পাওয়া, রাধার আকুল চাওয়া।
গাছের পাতায় রঙ লেগেছে সবুজের সমারোহে,
শাখায় শাখায় আমোদ নাচন, খুশির বাতাস বহে।
আকাশ নীলে রঙের দ্যুতি, চলছে রঙীন খেলা,
ধীরে ধীরে হাওয়ার তালে ভাসছে সাদা ভেলা।
আকুল স্বরে কোকিল ডাকে, শোনায় প্রেমের বাণী,
পুলকিত প্রাণ, করে আনচান, সঙ্গীরে আহবানি।
আম্রমুকুলের সুবাস বাতাসে ছড়িয়েছে দশদিকে,
সরস্বতীর বন্দনা গান কচিকাঁচাদের মুখে।
মাঠে মাঠে ধান হলুদ বরণ, সরষে ফুলের সাজি,
কর্মী শ্রমিক মৌমাছিরাও মধু সংগ্রহে রাজি।
ভালোবাসার রঙ লেগেছেম চোখেতে রঙীন নেশা,
প্রকৃতির সাথে হৃদয় রঙীন, স্বপনে রঙীন আশা।
