STORYMIRROR

Manik Chandra Goswami

Abstract Classics

4  

Manik Chandra Goswami

Abstract Classics

আয়না

আয়না

1 min
7

আয়না

মানিক চন্দ্র গোস্বামী


আয়নাতে যে প্রতিবিম্ব দেখি,

সে তো আমার বাহ্যিক রূপ,

মনের অলিন্দে যে বার্তা বয়ে চলে,

তার প্রকাশে বিম্ব থাকে চুপ।

আমার হাসি হোক বা কান্নাধারা,

আবেগ কিংবা অন্তরের উচ্ছ্বাস,

ভঙ্গিমাটা নকল করেও চুপিসারে,

বিম্ব কেমন করছে পরিহাস।

আমি যদি ব্যঙ্গ করি,

ফিরিয়ে দেবে তৎক্ষণাৎ,

সোজা সাপ্টা জবাব তো নেই

উল্টো করেই চালাবে হাত।

মনের মতো রূপ সজ্জায়

সহযোগিতার হাত বাড়ায়,

কাজল টানা চোখের কোণে

প্রসাধনের তৃপ্তি ছায়।

নিজের হাতে কেশবিন্যাস

করতে পারি সহজে,

পরিধেয় মানায় কিনা,

মানান হলে মন মজে।

আয়না আমায় বলতে শেখায়

দূর করে দেয় মঞ্চ ভয়,

বক্ত্রিতারই প্রথম পাঠে

আয়না মনে সাহস দেয়।

শরীর কখন মুটিয়ে গেলো

কিংবা ভেঙে আধখান,

আয়না ঠিকই জানিয়ে দেবে

রও গো তুমি সাবধান। ।

শিশু থেকে বৃদ্ধ হলাম,

সময়ের পরিবর্তনে,

সামনে রইলো সাক্ষী হয়ে

কাঁচের জড় দর্পনে।   



Rate this content
Log in

Similar bengali poem from Abstract