তোমার ঠোঁটে বিষ ছিল
তোমার ঠোঁটে বিষ ছিল


লুকিয়ে তোমাকে দেখেছিলাম সেদিন
আমার দীর্ঘশ্বাসের সাথে মিশেছিল
বাতাসের নিশ্বাসও।
বুঝতে পারছিলাম, তোমার ঠোঁটে বিষ আছে,
ছুঁলেই মৃত্যু হবে আমার সংযমের।
কিন্তু কখনো কখনো তো সংযমও
অসংযত হতে চায়।
তাই মৃত্যু অনিবার্য জেনেও,
ঠোঁট ছুঁইয়েছিলাম তোমার ঠোঁটে।
কিন্তু কি আশ্চর্য মৃত্যু হলোনা, জন্ম নিলো "প্রেম"।