মুক্তি দিলাম
মুক্তি দিলাম
আজ নেই তোমার কোনো বাধ্যবাধকতা,
আজ নেই তোমার পায়ে কোনো বন্ধনের বেড়ি।
মুক্ত তুমি, যাও উড়ে বহুদূর ত্রিসীমানা ছাড়ি।
গগন বক্ষে দু বাহু ছড়াইয়ে,আপন ছন্দে উঠো গো মেতে;
দিশা খুঁজে লও সঠিক,দিতে হবে পাড়ি বহুদূরের পথে।
নিম্নে তুমি তাকিও না আর,দুর্বলতা করবে গ্রাস।
ভুলে যেও যেন,তোমার জীবনে আমার অস্তিত্বের আভাস।
নেই কোনো অভিযোগ,না আছে কোনো অভিমান...
ভালো আছি ভালোবেসে,তোমার প্রতি বাঁচিয়ে রেখেছি অধিক সম্মান।
শ্রাবণ আমায় ডাকছে পিছু তারই ধারায় তাল মেলাতে,
কাঙ্ক্ষিত হৃদয় তোমার ছোঁয়ায় সিক্ত,কিভাবে পারি তারে ধরা দিতে!
ফোঁটা ফোঁটা জলরাশি হিসেব মেলাতে ব্যস্ত,
তোমার আমার জীবনের অঙ্কটা জটিলতায় আক্রান্ত।
দেনা পাওনার ঋণ রইলো পড়ে আধ বোজা চোখে,
আমি ক্লান্ত শ্রান্তের দোরগোড়ায় তোমার অপেক্ষাতে।
তুমি থেকো নিজের মতো সাজিয়ে নিজের জীবন,
আমার স্মৃতি থাকুক পাতায় রংচটা মলিন অবস্থাতে।

