STORYMIRROR

ভূমি কন্যা

Abstract Others

3  

ভূমি কন্যা

Abstract Others

প্রজাতন্ত্র

প্রজাতন্ত্র

1 min
122

আমরা বেঁচেছি রক্তের স্রোত ধরে,

কত বিপ্লবী চলে গিয়েছেন মায়া ত্যাগ করে।

মায়ের বুকের সন্তানের রক্তরেখা,

উদ্বেলিত হৃদয়ের আমাদের কর্তব্য তাদেরও আগলে রাখা।

স্বাধীনতা পেয়েছি বহুদিন পশ্চাৎ,

এক একটা দিন যেন ছিল, এক একটা যুগ সমান।


নিষ্পাপ দেহ কাটাকাটি করে,

ছিন্নভিন্ন হয় গুলি বারুদের তীক্ষ্ণ আওয়াজে।

ঘরের সামগ্রী লুণ্ঠন করে,

ইংরেজ শাসনের রাজকোষ ভরে।

অভুক্ত মানুষের দল হাহাকারে মাতে,

একটা দানার লাগি সকলের পাত চাটে।

আজ কি নেই সেই খিদের যন্ত্রণা!

আজ কি কেউ খোঁজে না একটু দানা?

স্বাধীন তো হয়েছি আমরা,

প্রায় সত্তর বছর হইলো তার আসা।

প্রজাতন্ত্র গড়েছে কোথায়?

খবর আমি পায়নি তো হেথায়!

বিপ্লবীরা চোখে দেখেছিলেন স্বপ্ন,

একসাথে মিশে হবে সবাই, উন্নত ভারতের সমাজ।

রাজা হেথা রইবে না কেউ,

প্রজারাই হবে রাজার মতন।

রইবে না সেথায় হিংসা মারামারি,

জাতপাতের বিচার বিভেদাবলি।

সকলেই এক, প্রজা আমরা,

প্রজাতন্ত্র দেশের মহান মানুষের মেলা।

ভারত মাতার চরণ ছুঁয়ে সকলেরই এক দীক্ষা,

আমরা ভারতের জনগণ, আমাদেরই দায়িত্ব তাকে আগলে রাখা।



ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Abstract