অপেক্ষিত শীতলতা
অপেক্ষিত শীতলতা
তোমার আঁচে বসন্ত বাঁচে,
রুগ্ন ঝরাপাতার দেশে।
উত্তরণের শীতল বাতাস,
গা ছুঁয়ে যায়, ভিন্ন পরিভাষে।
নিম্নগামী উষ্ণতার দল,
ছুটে আসে মাখতে গায়ে।
তোমায় বিনে অপূর্ণ হেথা,
শিতলতা বড়ো আপন লাগে।
নিশ্চুপ এই শহরতলী,
গা ঢাকা দেয় কংক্রিটে।
রাত জাগা সেই সুখপাখিটি,
গান গেয়ে যায়, প্রিয়তম'র অপেক্ষাতে।
তবুও যেন শীত লাগে যায়,
অল্প আলোর শিখার কোণে।
আর বুঝি এলো না তো প্রিয়তম,
অভাগীর এই হৃদয় আঙিনাতে।

