অবহেলা
অবহেলা
মন বাঁধা সেই পানে,
দূরে যাওয়া মানা।
সয়ে যাও যত পারো,
প্রিয় মানুষের অবহেলা।
সস্তা তুমি ভীষণ রকম,
দিয়েছিলে যে হাতে ধরা।
বহুদূর সেই পথ,
যেখানে মৃত্যু করে আনাগোনা।
জোৎস্না রাতে চাঁদকে দেখো,
পাহারা দিতে কত তারার মেলা।
রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে,
তোমার জীবন একাকীত্বে ভরা।
এই পৃথিবীর কেউ নয়তো আপন,
রুদ্ধশ্বাসে শেষ করো আপন পথ চলা।
আপন ভেবে যদি সঁপে দাও হৃদয়খানি তারে,
ক্ষণিক বাদে দেখতে পাবে তার মর্মর উদাসীনতা।
