ভালোবেসে যাই
ভালোবেসে যাই
এখন নয় আর আমি সেই অষ্টাদশীর যুবতী,
বদলেছে অনেক,হয়েছি বছর সত্তরের বুড়ি।
মাথার ঘন কালো কেশরাশিতে পাক ধরেছে,
দাঁত শূন্য মুখে ফোকলা হাসি উঠেছে।
তবে প্রেমের কোনো ঘাটতি হয়নি এখনও,
আমার বুড়ো এখনও আমার রাগ ভাঙায়।
হয়তো সকলে বলে বুড়োর ভীমরতি ধরেছে,
রাগ ভাঙানোর ধরনটা আমার বেশ ভালই লাগে।
বছর ষোলো এর মেয়েটি যখন প্রথম চিঠি পাই প্রেমের,
ওই বকুল গাছের তলায় নীল খামের ভেতর।
ভয় হয়েছিল বটে, পাছে লোকে কিছু বলে!
লোকের সমালোচনায় হয়নি পড়তে,
আমার বুড়োটা এতটাই বুঝদার ছিল যে,
পরের দিনই চলে আসে বিয়ের প্রস্তাব দিতে।
বিয়েও হলো,বাচ্চা হলো,
বুড়ো সেই একই রয়ে গেল।
এখন জীবন বদলেছে,বুড়ো অবসর নিয়েছে,
সংসারের বোঝা মাথায় দিয়ে,একাই ওপারে গিয়েছে।
তবুও হয়তো ভালোবাস কমেনি,রাতবিরেতে আজও ভালোবেসে যায়।
অজানা কোনো নামে,কোনো চাতুরী ছলনায়।
-- ভূমি কন্যা

