নূতনের খোঁজে
নূতনের খোঁজে
সেই আবার নূতনের আশায় দিন যায় বয়ে,
মৌসুমীর আবহে গাছেরা মাতে নতুন ছন্দে,
সবুজের কেতন ছুঁইয়ে দেই অঙ্গে অঙ্গে।
শত অপেক্ষার মৃত্যু বরণ হয়, মুহূর্তে মুহূর্তে,
আক্ষেপের ঘেরাটোপে শ্রাবণ নামে ক্ষণে ক্ষণে।
তবুও নূতন নিরাকার, নিশ্চুপে লুকিয়ে থাকে।
প্রস্তর খন্ডের ন্যায় অবিচল আমার পদযুগল,
অনুভূতিহীন চক্ষু জোড়ায় একরাশ ক্লান্তির আঘ্রাণ,
শুষ্ক হৃদয় মর্মে বিষাদ গায়, মৃত্যু চাই!
শুয়োপোকার মতো জীবন্ত লাশের মিছিলের মৃত্যু...
আমি আজ মৃত তোমার শব্দহীন অবহেলায়।
তবুও, তোমার খোঁজ চলে অবিরত নিঃশ্বাসের উদ্দীপনায়।
