আবার হারাতে চাই
আবার হারাতে চাই
হটাৎ করে আবার হারাতে চাই।
নিশ্চুপ, পদাতিক কবির ন্যায়।
প্রকৃতির মাঝে খুঁজে পেতে চাই নিজেকে।
ক্লান্ত, শ্রান্ত দেহখানি কোনো নদীর বালুরাশির উপর ঠাঁই নেবে।
তেষ্টায় কাঠ হয়ে যাওয়া গলায়,
এক ফোঁটা জল তুলে দেবে পাহাড়ি স্রোতস্বিনী।
এই কোলাহল পৃথিবী ছাড়িয়ে,
মহাশূন্যে ধূলিকণা রূপে বিলীন হতে চাই।
চন্দ্রমার শান্ত, শীতল ছোঁয়ায় নিজেকে হারাতে চাই।
উচাটন হৃদয় স্নাত হোক চন্দ্রমার জোছনায়।
আজ বড়ো বিতৃষ্ণ এই হৃদয়,
বারবার মনে হয় হারিয়ে যায়।
আধুনিকতার মোড়ক উম্মোচন করে,
দূরে কোথাও ছুটে যায়।
ঘন কুয়াশায় মোড়া পাহাড়ি পথ,
সারি সারি বৃক্ষদ্বয়ের হাতছানি।
কলকল রব প্রকৃতির ঝর্না ধ্বনি।
আবার হারাতে চাই...
দূরে, বহুদূরে।
যেখানে পাবো এক নতুন পরিচিতি।
