STORYMIRROR

KOHINOOR MALLICK

Abstract Classics

4.9  

KOHINOOR MALLICK

Abstract Classics

স্মৃতির মণিকোঠায়

স্মৃতির মণিকোঠায়

2 mins
1.1K


আকাশের চাঁদ এসেছো নামিয়া

মায়ের মাটির কোলে,

তব মায়াময় হাসির জোছনা

হৃদয়ে তুফান তোলে ।


তুমি সুন্দর রূপ মনোহর

অপূর্ব অদ্ভুত,

ধরার ধূলিতে এসেছো নামিয়া

স্বর্গের দেবদূত।


তোমারে পেয়ে মাটির আঙিনা

হয়েছে যে গীতিময়

মরুমাঝে যেনো ফুল জলসায়

মৌমাছি কথা কয়।


তব পরিজন পর ও আপন

জয়গান গেয়ে বলে,

প্রেমের ঠাকুর এলো ধরনীতে

নদীয়ার স্মৃতি ভুলে।


আজিকে তোমার অন্নপ্রাশন

কি বিপুল আয়োজন ,

শঙ্খের সুরে বাদ্যধ্বনিতে

মুখরিত এ অঙ্গন।


সকল স্বজন করে আলাপন

খুশির বাতাস ভেসে, 

দূর ও নিকট এক হয়ে গেছে

মিলনতীর্থে এসে । 


তোমারে হেরিয়া ভাবিলাম মোরা

ব্রজের গোপাল এলে, 

Advertisement

0, 0);">মুখের মধুহাসি নয়নে কাজল

গলে ফুলমালা দোলে। 


হাতে বেনু নাই ভুল  ভাঙ্গে তাই

গোপালের রূপ ধরে,

আঁধার নাশিতে আলোর তুফান

এসেছো মোদের ঘরে।


তুমি খাবে ভাত শিশু জগন্নাথ

স্মরণীয় শুভদিনে, 

তীর্থের ফল করিয়া সম্বল

ফিরিব আপন ভবনে।


তব পরিচয়ে স্মরণীয় হোক

তোমার জনক জননী,

ভোরের পাখিরা তব নামগানে

জাগাবে সুপ্ত ধরণী ।


হে সত্যম , শিবম , সুন্দরম

চালাও জীবন রথ,

স্বামীজি , নেতাজি , রবি , নজরুল 

দেখাবে তোমায় পথ। 


তাদেরই আলোয় ম্লান করে আনো 

বিশ্বজয়ের মালা, 

তুমি ও তোমার গ্রামখানি হোক

পৃথিবীর পাঠশালা।


তোমাকে দেওয়া এই মনিহার 

তাইতো কথার ফুলে,

স্নেহাশীষ দিয়ে মালাখানি গেঁথে

স্মৃতিরূপে দিনু তুলে।


Rate this content
Log in

More bengali poem from KOHINOOR MALLICK

Similar bengali poem from Abstract