~জীবন নামক পথ~
~জীবন নামক পথ~
জীবন এমন একটি পথ,
যেখানে বিছানো কাঁটা শত শত।
সেখানে সকলেই আপন মোর,
আবার সকালেই যে পর।
সেথা আছে মনুষ্যত্ব নামক এক দ্বীপ।
সেথা লোক অতি অল্প।
সকলেই ঐ মায়া-অর্থে ঘেরা নগরবাসী,
সেথা নাই মহৎ সত্তা,
সকলেই ধনে দৌলতে বিলাসী।
সেথা আছে ভালো মানুষ ,
সেথা আছে মন্দ।
সেথা আছে দুঃখ, কষ্ট,
সেথা আছে আনন্দ।
ন্যায়ের সন্ধানে ফিরে পথে জন-এক।
অর্থের পিছনে সেথা ছুটছে অনেক।
সেথা আছে ধর্মভেদ, উচু নিচু জাতি,
আছে হয়তো কয়েকজন,যার আছে সম্প্রীতি।
আছে সেথা ধনী-গরীব, সাদা-কালো ভেদ,
মানুষে মানুষে লড়াইয়ে মনুষ্যত্ব হইল খেদ।
যে ধনী সে নিত্য রোজ মহাভোজ খায় ,
যে দরিদ্র তার প্রতিটা দিন অনাহারে যায়।
জীবন এক কঠোর পথ।
সেথা নিত্যই চলে টাকার খেলা,
হিংসা, ঘৃনা, বিভেদ সেথা
নিত্যই দুই বেলা।

