STORYMIRROR

Njh Y

Romance Others

4  

Njh Y

Romance Others

~জীবন নামক পথ~

~জীবন নামক পথ~

1 min
377


জীবন এমন একটি পথ,

যেখানে বিছানো কাঁটা শত শত।

সেখানে সকলেই আপন মোর,

আবার সকালেই যে পর।

সেথা আছে মনুষ্যত্ব নামক এক দ্বীপ।

সেথা লোক অতি অল্প।

সকলেই ঐ মায়া-অর্থে ঘেরা নগরবাসী,

সেথা নাই মহৎ সত্তা,

সকলেই ধনে দৌলতে বিলাসী।

সেথা আছে ভালো মানুষ ‍,

সেথা আছে মন্দ।

সেথা আছে দুঃখ, কষ্ট,

সেথা আছে আনন্দ।

ন্যায়ের সন্ধানে ফিরে পথে জন-এক।

অর্থের পিছনে সেথা ছুটছে অনেক।

সেথা আছে ধর্মভেদ, উচু নিচু জাতি,

আছে হয়তো কয়েকজন,যার আছে সম্প্রীতি।

আছে সেথা ধনী-গরীব, সাদা-কালো ভেদ,

মানুষে মানুষে লড়াইয়ে মনুষ্যত্ব হইল‌ খেদ।

যে ধনী সে নিত্য রোজ মহাভোজ খায় ,

যে দরিদ্র তার প্রতিটা দিন অনাহারে যায়।

জীবন এক কঠোর পথ।

সেথা নিত্যই চলে টাকার খেলা,

হিংসা, ঘৃনা, বিভেদ সেথা

নিত্যই দুই বেলা।



Rate this content
Log in

Similar bengali poem from Romance