আকাশের মন খারাপ
আকাশের মন খারাপ
আকাশপানে হঠাৎ করে যবে মেঘ গর্জে উঠে তবেবৃষ্টি সেথায় নামলো বৈকিফুলেদের আনন্দ সে কি।আনন্দ শুধু ফুলেদের নয়গাছপালা পশুপাখি মানুষেরওশুধু আনন্দ নেই আকাশেরসে বেচারার মুখখানা কালোকেমন যেন রং ফেকাশেএকটু পরই নামলো সেথাঅঝোর ধারায় বৃষ্টি যে।সবাই সেকি বিশাল আনন্দেমেতেছে যেন বৃষ্টির ছন্দে।সবাই দেখলো বৃষ্টি শুধুকিন্তু আমি শুধুই দেখলাম আকাশের যে বড্ড মন খারাপ!
