STORYMIRROR

Njh Y

Abstract Action Inspirational

4  

Njh Y

Abstract Action Inspirational

সমাজ ও অবহেলা

সমাজ ও অবহেলা

1 min
230

তুমি কি এটা জানো না? চলে যাও এখান থেকে!আপনি যদি উত্তর দিতে না পারেন তবে চুপ থাকুন! সেখানে একা বসে থাকুন!এ ধরনের বাক্য সত্যিই আমাদের ভেতর থেকে কষ্ট দেয়।যা আমাদের ঘুমন্ত হৃদয়ে একটি ব্ল্যাক হোল তৈরি করে?উপেক্ষিত হওয়ার পরে লোকেরা তাদের বিচ্ছিন্ন করে দেয়।তারা কি এই অজ্ঞতার যোগ্য?এবং আমাদের পিতৃতান্ত্রিক সমাজ রীতিনীতি এবং পক্ষপাতিত্বে পরিপূর্ণ।একদিকে বিধবারা কঠোর আচরণ পায়,এটি তাদের জীবনকে পরিত্যাগের অনুভূতি দিয়ে ঢেকে দেয়।এবং "ওহ কি আশ্চর্য" তথাকথিত সংস্কৃতিবান পরিবারের অসৎ স্ত্রীরাসুখী জীবন যাপন করুন এবং উপভোগ করুন!এই বিষয়গুলো কি তথাকথিত ভালো সমাজ গঠন করে?যেখানে মানুষ আগাছা ছাড়া আর কেউ নয়!আগাছা যেন মানুষ পর্বতারোহী হয়ে যায়,আর এ ধরনের আগাছা তাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেয়,আর ওহ! হায় যোগ্য মানুষ বঞ্চিত!অপমান ও অবিচার অব্যাহত আছে,ন্যায়বিচার অন্ধ হয়ে যায় এবং মুখ ফিরিয়ে নেয়!ঠাট্টা-বিদ্রুপ আর ঠাট্টা-বিদ্রুপ দরজায় কড়া নাড়ছে,এবং "ওহ কি আশ্চর্য" তথাকথিত সংস্কৃতিবান পরিবারের অসৎ স্ত্রীরাসুখী জীবন যাপন করুন এবং উপভোগ করুন!এই বিষয়গুলো কি তথাকথিত ভালো সমাজ গঠন করে?যেখানে মানুষ আগাছা ছাড়া আর কেউ নয়!আগাছা যেন মানুষ পর্বতারোহী হয়ে যায়,আর এ ধরনের আগাছা তাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে দেয়,আর ওহ! হায় যোগ্য মানুষ বঞ্চিত!অপমান ও অবিচার অব্যাহত আছে,ন্যায়বিচার অন্ধ হয়ে যায় এবং মুখ ফিরিয়ে নেয়!ঠাট্টা-বিদ্রুপ আর ঠাট্টা-বিদ্রুপ দরজায় কড়া নাড়ছে,


Rate this content
Log in

Similar bengali poem from Abstract