ভালোবাসি
ভালোবাসি
মনে হোক দয়া , তবুও যদি একবার ডাকো তুমি
ফুরিয়ে যাওয়া সেই আলো নতুন করে উঠবে জ্বলি।
হোক সে মোহ - মায়া,যদি বাড়াও হাত তুমি
ফেলে সব দ্বিধা, বলবো চল আশায় বুক বাঁধি।
হোক মিথ্যে প্রবোধ, তবুও ও'মুখে যদি বলো তুমি
কালো মেঘে বর্ষণ পরে আকাশ হবে সেদিন নীল।
হোক না দুঃসাধ্য, তবুও যদি একান্তই চাও তুমি
অতীত খুঁড়ে এনে দেবো ছুড়ে ফেলা গোলাপখানি।
হোক ছলনা,একবার আমাকে ছুঁয়ে দেখো তুমি
গোধূলিতে ব্যথা উড়িয়ে দেবো শিমুল তুলোর মত।
হোক লোভ বা আরো কিছু বিষাদ ঢালার প্রস্তুতি,
সব ভুলে তবুও একবার বলো তুমি ভালোবাসি!
আকাশে বাতাসে রটিয়ে দেব আমার আকুতি-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!.

