আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
■ কবিতার নাম: আমি বৃষ্টি দেখেছি
■ কবির নাম: অরিন্দম ঘোষ
**********************************
মেঘরঙা সেই মেয়ের চোখে
আমি বৃষ্টি দেখেছি,
তবুও তোমার ফেরার আশায়
স্বপ্নের ডালি রেখেছি।
জেতা খেলায় হারার নেশায়
আমি বৃষ্টি দেখেছি,
তবুও কাগজের নৌকার দিনে
ফিরতে বাজি ধরেছি।
রঙিন কাচে সময় বেঁধে
আমি বৃষ্টি দেখেছি,
তবুও নিজেকে হারাতে চেয়ে
বাঁচার মানে খুঁজেছি।
বানভাসি সেই জলের স্রোতে
আমি বৃষ্টি দেখেছি,
তবুও ভেসে যাওয়ার আগে
তোমার হাতই ছুঁয়েছি।
*************

