ঝর্ণা হয়ে ঝরতে যে চাই
ঝর্ণা হয়ে ঝরতে যে চাই
ঝর্ণা হয়ে ঝরতে যে চাই
তোমার জুলফিতে
গোলাপ হয়ে থাকবো বাঁধা
তোমার কেশবিন্যাসে
কাজল হয়ে রইবো আঁকা
তোমার চোখের পাতায়
প্রেম-লতা হয়ে জড়াবো তোমার
হৃদয় অঙ্গনকে
আমার মন-চন্দন সাজাবে
তোমার মুখমন্ডলকে
জ্বালবো টিপের পাতা হয়ে
তোমারি ললাটে
লাল আবিরে রাঙাবো
তোমার ওষ্ঠযুগলকে
ইচ্ছা আমার তোমার হবো
স্বপ্নের নৌকায় সওয়ারী হয়ে
বিশ্বভুবন দেখতে যে চাই
তোমার নয়নে
সেই তোমাকে দিয়েছি পরান
জনমে জনমে

