STORYMIRROR

Debashis Bhattacharya

Romance

4  

Debashis Bhattacharya

Romance

ঝর্ণা হয়ে ঝরতে যে চাই

ঝর্ণা হয়ে ঝরতে যে চাই

1 min
260

ঝর্ণা হয়ে ঝরতে যে চাই

তোমার জুলফিতে

গোলাপ হয়ে থাকবো বাঁধা 

তোমার কেশবিন্যাসে

কাজল হয়ে রইবো আঁকা

তোমার চোখের পাতায় 

প্রেম-লতা হয়ে জড়াবো তোমার

হৃদয় অঙ্গনকে

আমার মন-চন্দন সাজাবে

তোমার মুখমন্ডলকে

জ্বালবো টিপের পাতা হয়ে

তোমারি ললাটে

লাল আবিরে রাঙাবো

তোমার ওষ্ঠযুগলকে

ইচ্ছা আমার তোমার হবো

স্বপ্নের নৌকায় সওয়ারী হয়ে 

বিশ্বভুবন দেখতে যে চাই

তোমার নয়নে

সেই তোমাকে দিয়েছি পরান

জনমে জনমে



Rate this content
Log in

Similar bengali poem from Romance