Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Deep Basu

Action Inspirational Others

3  

Deep Basu

Action Inspirational Others

বন্দে কালীকা

বন্দে কালীকা

1 min
258



ঢ্যামকুরকুর, কুরকুরতাক, বিসর্জনের বাজনা বাজে।

দূগ্গা গেলে আসবে কালী, মরবি মদির নেশায় মজে।

চাষার কাস্তে খড়্গ হয়ে কাটবে নলী গো-সন্তদের!

আসছে ক্ষেপি চামুন্ডা মা মারতে যত পাষন্ডদের।


আঠারো হাতে ভদ্রকালী কাল দেখাবে অভদ্রদের।

আর্যগুলোর মুন্ডু পরে নাচবে দেবী মা শূদ্রদের।

রক্ত যত ব‌ইল পথে পরিযায়ী ঐ পাখিগুলোর,

ক্ষেপির চাতাল লাল করেছে, ভিজিয়েছে থানের ধুলো।


চক্রধরের সুদর্শনে রাহুর মুন্ড উপড়ে দে অয়ি।

ধড়টাতে দে ত্রিশূল গেঁথে। চন্ডী কেন নাম নিলি তুই

প্রচন্ড তোর রূপ দেখে না কাঁপে রাবণ সাধুর ভেকে?

চাষার সীতা করছে হরণ, জয় সিয়া-রাম হেঁকে হেঁকে।


কাল সকালে টকটকে লাল ত্রিনেত্র তোর রাঙবে যখন,

আগুন জ্বেলে দিস মা ওদের আইনগুলোর পাতায় তখন!



Rate this content
Log in

More bengali poem from Deep Basu

Similar bengali poem from Action