STORYMIRROR

Deep Basu

Romance Fantasy

4  

Deep Basu

Romance Fantasy

তুমি পাল্টে গেছো তাও

তুমি পাল্টে গেছো তাও

1 min
205

আজও জেগে থাকি বৃষ্টি হলে রাতে।

আর ঘুম ভেঙে যায় স্বপ্নের ভোরবেলাতে।

জলছবি হয়ে যাচ্ছে সব স্মৃতি,

নতুন তোমায় পুরাতনে ফিরে মেলাতে।


দেখি হাসিখুশি মুখ, হাতে হাত আর চুম্বন,

মনে পরে যায় কিশোর মাঝির নৌকা,

তুমি ভাসিয়ে দিচ্ছো তোমার প্রেমের নদীতে,

আর পেরিয়ে যাচ্ছো তোমার বাড়ির চৌকাঠ।


কত টুকরো টুকরো প্রেম পড়ে আছে শহরে,

এই মহানগরীর মহাকাশ আছে সাক্ষী,

আমি মহাদেব, আমি ভৈরব, আমি ভক্ত,

আমার আরতি জাগায় তোমার প্রেমের শতপীঠ।


তুমি আজও ধ্রুবতারার মত জ্বলছো,

আমিও নাবিক, ভাঙা কম্পাস-দূরবীন,

শুধু মেঘ করে থাকে মন পাথারের উপরে,

কিনারা খুঁজে পাবো কি আমি কোনোদিন?


আগে তুমি ছিলে সকল সকালে কাকলি,

তোমার পুরনো ছবি দেখে আমি শুধু ভাবছি,

মিলছো না আজ নিজেই নিজের সঙ্গে 

আমি তাও সারারাত খামোখাই জেগে থাকছি।


তুমি পাল্টে গেছো তাও..


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance