অপরাজিতা
অপরাজিতা
সমস্ত রাত ধরে তোমার চুলের আঘ্রানে ভরে থাকে মন আশ্বিনের কার্ত্তিকের মেঠো রাস্তায় ফুটে থাকা শিউলির সুবাসে মাতোয়ারা বাউলের মত।
তুমি অষ্টমীর ঘুমন্ত চাঁদের মত পাশ ফিরে শুয়ে থাকো তারার চাদর ঢেকে রেখে।
আর তখন আমি নরওয়ের আকাশের মরুজ্যোতি হয়ে জেগে থাকি আকাশে তোমার।
না, জানি তুমি আমার কাছাকাছি নেই মোটেও,
তোমার আমার দূরত্ব প্যারালাল ইউনিভার্সের সমান।
তোমার আমার হয়েছিল দেখা কোনো এক আদিকালে
মহাশূন্যে পাশাপাশি পাস কেটে চলে যাওয়া অচেনা তারাদের মত।
তবু আমার আকাশে তুমি উজ্জ্বল হয়ে আছো অরুন্ধতীর মত।
আর আমি তোমার ঘ্রান নিয়ে জেগে থাকি আশ্বিনের কার্ত্তিকের রাতে।
অপরাজিতা:~