STORYMIRROR

Deep Basu

Abstract Inspirational Others

3  

Deep Basu

Abstract Inspirational Others

পতিতের দেবীপুজো

পতিতের দেবীপুজো

1 min
253


গোলাপ নিরুত্তর, গাঁদাও স্তম্ভিত।

একি দেখছে তারা?

কোন মালি গাঁথল এ মালা?

জগজ্জননীর গলে এরা কারা!


অপরাজিতা কৌতুক ভরে হাসে,

কৌতূহলে উঁকি দেয় দোপাটিরা,

কোন কু-জাতে পরালো দেবীকে

অস্পৃশ্য শিউলি, নয়নতারা!


রজনীগন্ধা ফুলের হল মান।

পতিত ফুল কি পায় উঁচু স্থান?

জন্ম যাদের দলিত হ‌ওয়ার জন্য।

তাঁদের কে দিল এই সম্মান?


হেসে জবা জবাব দিল তাঁকে

'পদ্মফুলের জন্ম হল পাঁকে,

অশুচি তবে হয় কি শতদল

দেবীপুজো হয় না ছাড়া যাকে?'


শুচি-অশুচি শুধুই মনের ভ্রম,

সমস্ত ফুল শুধুই পুজোর তরে,

অঞ্জলীতে সবাই একাকার

যখন ভক্ত নেবে মুঠোয় ভরে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract