এসো দেবী
এসো দেবী


এই পৃথিবী মরতে বসেছে।
এই পৃথিবীর যত ভালো ভালো
যত সাদা কালো
যত ছায়া আলো
মরতে বসেছে।
এই পৃথিবী মরতে বসেছে।
পৃথিবীতে ছিল যত পশু পাখি
রঙ মাখামাখি
ফড়িং জোনাকি
মরতে বসেছে।
এই পৃথিবী মরতে বসেছে।
এই পৃথিবীর যত জল ছিল
ফুল ফল ছিল
কোলাহল ছিল
মরতে বসেছে।
মরতে বসেছে সূর্য চন্দ্র
মরতে বসেছে ভালো ও মন্দ
মনের দ্বন্দ
ছড়ায় ছন্দ
মরতে বসেছে।
এক তুমিই পারো বাঁচাতে বসুন্ধরা,
শুধু তোমারই পরশে কাটবে মৃত্যু-জরা!
যদি পারো তুমি বর্ষার মত,
যদি পারো তবে ভরসার মত,
ঝরো অমৃত
হয়ে সূনৃত
জয়গান।
যদি পারো তবে ক্ষমার মত,
যদি পারো তবে তোমার মত
হয়ে সুধাবারি
হরো মহামারী
দাও প্রাণ।