STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

5  

Partha Pratim Guha Neogy

Inspirational

কেউ মনে রাখে না।

কেউ মনে রাখে না।

1 min
1.5K

বহু লোকেই পাহাড় দেখতে আসে। আবার কেউ আসে আদিবাসী জীবন দর্শন, কৃষ্টি সংস্কৃতির সন্ধানে। 


স্রোতস্বীনি তরঙ্গিত নদী পাহাড় ঘেঁষা জীবন উৎসব,

বন্য ভালবাসার উষ্ণ সান্নিধ্য পেতে চায় কেউ কেউ। 


কিছু লোভী মন এসে দেখে বনের আড়ালে লুকানো সুন্দর নগ্ন-নদী, নগ্ন চাঁদ, নগ্ন ঝর্ণার কোমল পাথর,

আবার কেউ দেখে আনন্দ পায় নিভৃতে স্নানরতা

আদিবাসী নারীর বক্ষশোভা, বাড়ন্ত শরীর। 


দুরন্ত নদীর পাড়ে বসে কেউ কেউ কবিতা লেখে,

কেউ আঁকে আদিবাসী জীবন যাত্রার চালচিত্র

এ কিসের অমোঘ আকর্ষণ? অনেকেই ছুটে আসে

শহর থেকে বন্য সবুজের ভালোবাসায় ভরা সরল 

গারো পাহাড়ের পাদদেশে। 


অনেক নদীর সাথেই হয়তো অনেকের চেনা-জানা।

অনেক নারীর সাথেই হয়তো অনেকের লেনা-দেনা।

শুধু আমাদের প্রাণ ছুঁয়ে বয়ে যাওয়া মাতৃ-তান্ত্রিক নদী,

যার পাশে বসে প্রাণটা জুড়ায়, যার ভালোবাসার

ফসল আমাদের পেট ভরায়, তাঁদের কথা অতিথিরা অবশেষে কেউ মনে রাখে না।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational