একটি অনুরোধ
একটি অনুরোধ


একটি বীজ একদিন যবে পড়বে মাটিতে
একটি মূল গভীরে আকুল নব জীবন রাখতে
একটি পর্ব আকাশ পানে প্রথম প্রাণের আশা
একটি কিশলয় দেবে পরিচয় নবের প্রত্যাশা l
একটি মেঘ করাবে গোসল টাপুর-টুপুর জলে
একটি সূর্য পাতায় ছোঁবে আলোয় ঝলমলে
একটি হাওয়া গানের সুরে দুলায় তারে কোলে
একটি প্রাণ মাটির কোলে হাসবে দুলে দুলে l
একটি ফুল হবে ব্যাকুল গাবে যৌবনের গান
একটি অলি করবে কেলি মৌএর সন্ধান
একটি পরাগ করবে যেদিন নবীনের আহ্বান
একটি বীজ গাইবে সেদিন নব জীবনের গান l
একটি বছর পেরিয়ে তবে যৌবনে পা রাখবে যবে
একটি বৃক্ষ চিতিয়ে বক্ষ উচ্চ শিরে রবে
একটি কুঞ্জ আশার পুঞ্জ পুনর জনম হবে
একটি নীরদ গরজে সরব বরষায় হর্ষাবে l
একটি বিহঙ্গ রবে যবে তরুশাখে আনমনা
একটি বিহঙ্গিনী বসবে ডালে হবে নূতন চেনা
একটি বাসা বাঁধবে তবে তারা ভালোবাসার
একটি বৃক্ষ অনেক প্রাণের আশা রবে বাঁচার<
/p>
একটি মানব ভাবে সে প্রকৃতির শ্রেষ্ঠ জীব !
একটি নজর তারা গড়বে শহর সদাই উদগ্রীব
একটি কুঠার নেবে জন্ম তরু শাখা যাবে কাটি
একটি মন্ত্রে নতুন যন্ত্রে উপড়ে ফেলবে মাটি l
একটি দিন আসবে তারা আসবে দলে দলে
একটি সুর ধরবে তবে হেইশা হেইশা বলে
একটি-র পর একটি কোপে তুলে নেবে সব ছাল
একটি আর্তনাদ চাপা পড়ে রবে অবলা তরু ডাল l
একটি হত্যা কাড়বে সত্তা মানব কানুন অন্ধ
একটি অরণ্য বৃক্ষের স্বপ্ন মানুষ করেছে বন্ধ
একটি গাছ একটি প্রাণ মানুষ নাকি বলে
একটি বিধিও হয়নি পালন শুধু টাকার ছলে l
একটি গাছ একটি নয় হাজার হাজার প্রাণ
একটি হত্যা এমন চললে মানুষের নাই পরিত্রান
একটি সময় শেষ সময় যেন মানুষের হয় চেতনা
একটি জীব শ্রেষ্ঠ মানব করুক সবের বিবেচনা l
একটি পৃথিবী সবুজে সবুজ আবার যবে হবে
একটি কাঠঠোকরা আর কাঠবেড়ালি আবার আশ্রয় পাবে
একটি বাসা গড়বে মানব শুধু একার নয়
একটি ধরণী সুখের জননী সবারই যেন হয় l