STORYMIRROR

Anay 49XV1XXA

Tragedy Crime Others

3  

Anay 49XV1XXA

Tragedy Crime Others

মনিপুরের সেই মেয়েরা

মনিপুরের সেই মেয়েরা

2 mins
184



ভোরের কোনার জেগে ওঠে রাত

আমার আকাশের সূর্য আজ রক্তসিক্ত

এখন উলঙ্গ পলক খুলে ঘুমে জাগি ,

হাস্যকর মহাশুন্যে এক পৃথিবী দগ্ধ।


ভেবেছিলাম মানুষের ভাষা বলব, হে পরমেশ্বর।

কথার অন্তরালে শব্দগুলি ভেঙে গেল এক দিন।

আমি এখন নিঃসঙ্গ মহাকাশে বিবস্ত্রা অভিশাপ ,

এক আকাশ কাল মেঘে আমার মৃত্যু অপরাজিতা নীল।


অনেক হেটেছি অজানা সময়ের রাস্তা দিয়ে

ক্লান্ত বিকেলে এখন বেসুরো লাগে বাঁশীর সুর

কালো রাতের শরীর ওরা সব খুবলে ছিঁড়ে খেয়েছে

উলঙ্গ চাঁদের আলোয় আজ আমি নগ্ন একা বহুদূর।


বিশ্বাস করে না আমায় সমাজ, উলঙ্গ রাজাই সত্য!

এই আর্তনাদ ভুলে যাবে একদিন, আমি আজ পণ্য তারই

তোমাদের অভিযাত্যের উদ্যোনে আমি বস্ত্রহীনা মর্মর

তবু এই ব্রম্হান্ডের সব ব্যাথা সইতে পারি, আমি- নারী।




Rate this content
Log in

Similar bengali poem from Tragedy