STORYMIRROR

Gopa Ghosh

Tragedy Classics

5  

Gopa Ghosh

Tragedy Classics

থেকো ভালো

থেকো ভালো

1 min
1.8K

যেদিন তোমার স্বার্থের জলোচ্ছাসে, ধুয়ে মুছে যাবে

আমার ভালোবাসায় আঁকা

বালুতট, সেদিন তুমি থেকো ভালো,

যেদিন তোমার প্রতি আমার বিশ্বাস,

অনুভূত হবে প্রতিটি নিশ্বাসে,

তবু আমার বুকে সন্দেহের কালো তীর ছেদ করে তুমি থেকো ভালো।

যেদিন সব হারিয়ে শুষ্ক মরুভূমিতে 

ক্ষত বিক্ষত পাথর হয়ে, এক ফোঁটা বৃষ্টির আশায়

পাগল হবো, তখন তুমি

থেকো ভালো।

যেদিন তোমার কাছ থেকে পাওয়া শত শত প্রতিশ্রুতি 

আমার হারিয়ে যাওয়া স্বপ্ন

মনে হবে, তখন তুমি থেকো ভালো।



साहित्याला गुण द्या
लॉग इन

Similar bengali poem from Tragedy