জন্মদিন
জন্মদিন


রঙবেরঙের ইচ্ছে পুষতে পুষতে কেকের উপর মোমবাতির সংখ্যা বাড়তে থাকে,
মোম গলে যায়, তবুও ইচ্ছের শেষ দেখা যায় না।
খুব বিষাক্ত এই ইচ্ছের দল,
বিস্বাদও বটে।
রোদ উঠলে বৃষ্টি দেখার ইচ্ছে করে তার,
বৃষ্টি পড়লে রামধনু দেখার ইচ্ছে করে তার,
জ্যোৎস্নার চাদরে মুড়ে ফেলতে ইচ্ছে করে তার,
পরদিন সকালে আবার সূর্য দেখার ইচ্ছে যে খুব তার।
ইচ্ছে গাছে জল দিতে থাকে সে রোজ,
একদিন ঠিকই ইভ্ আসবে!
ঘড়ির টিকটিক শব্দে যতবার সে পাশ ফিরে শোয়ে,
ততবার ইচ্ছের আকার বদলায়।
পোষমানানো খুব কষ্টকর,
খুব সহজ একটা খাঁচায় বন্দী করে রাখা।
আসলে, জীবনকে পুষতে গিয়ে ইচ্ছের বুকে বুলেট গাঁথতে হয়।