STORYMIRROR

PRADIP KUNDU

Romance Tragedy

5  

PRADIP KUNDU

Romance Tragedy

একটুখানি সময়

একটুখানি সময়

1 min
479

একটুখানি সময় করে

ভালোবেসে দেখো,

আদর করে তাকে তুমি

আগলে শুধু রেখো।


হাসি মুখে দুঃখ হাজার

সইতে সে যে পারে,

প্রেমের কাছে সকল বাঁধাই

অনায়াসে হারে।


অভিমানের পাহাড় যদি

বুকের উপর চাপে,

বাড়তে থাকে দুখের বোঝা

তখন ধাপে ধাপে।


প্রেমের খোঁজেই দুজন মানুষ

কাছাকাছি আসে,

অভিযোগের মালা গেঁথেও

সদাই ভালোবাসে।


সময় যে তাই নকশী কাঁথা

সব সম্পর্কের ভাঁজে ,

ভালোবেসে ভালো রেখো

হৃদয়বীণার মাঝে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance