নদী
নদী
যে নদীতে জোয়ার ভাটা খেলে
ঘটে প্লাবন শতবার,
সে নদীতেই স্বপ্ন সাজায় চোখ
লড়াই চলে বাঁচার।
যে নদী তার হারিয়ে ফেলে প্রাণ
হারায় ছন্দ কলতান,
সে নদীতে বাজেনা প্রেমের সুর
কঠিন জীবনের গান।
যে নদীতে জোয়ার ভাটা খেলে
ঘটে প্লাবন শতবার,
সে নদীতেই স্বপ্ন সাজায় চোখ
লড়াই চলে বাঁচার।
যে নদী তার হারিয়ে ফেলে প্রাণ
হারায় ছন্দ কলতান,
সে নদীতে বাজেনা প্রেমের সুর
কঠিন জীবনের গান।