ঈশ্বরের প্রতি
ঈশ্বরের প্রতি
হে ঈশ্বর,
আর নিস্তব্ধতা আর নয়,
আঁকো নতুন আলোকচিত্র।
প্রলয় তাণ্ডব যদি হয় হোক
তবে, তাতে সৃষ্টি হোক একতার মানচিত্র।
মন্দির-মসজিদ যদি ভেঙে যায়
যাক ভেঙে,
তুমি অধিষ্ঠান করো মানুষের অন্তরে।
মহাপরাক্রমশালী পদচিহ্ন দাও এঁকে
ঝাঁঝরা করা মানবতার
মৃতপ্রায় কবরে।
অন্ধ বিশ্বাসের দুয়ারে
হানো কুঠারাঘাত,
মুছে দাও যত-- জরা ব্যাধি,
কম্পিত আলোর সম্মোহে।
নিরুত্তর কলম করছে প্রতীক্ষা
ঝাপসা চোখে,
কুয়াশার ভিড়ে শত লাঞ্ছণা সয়ে।
