STORYMIRROR

PRADIP KUNDU

Romance Tragedy Others

3  

PRADIP KUNDU

Romance Tragedy Others

ঝড়ের রাতে

ঝড়ের রাতে

1 min
238

আজি এ ঝড়ের রাতে একলা নিভৃতে 

না জানি কাকে খুঁজে বেড়ায় মন,

বৃষ্টি ভেজা উদাস বাতাস--- ফিসফিসিয়ে

তার কথাই বলে সারাক্ষণ।


ধুলোমাখা ডাইরির পাতা ভরে ওঠে 

অচেনা অজানা প্রেমের গন্ধে,

বিদ্যুত ঝলকানি লাগে চোখের পাতায়

মেঘের গুরু গর্জন ছন্দে।


विषय का मूल्यांकन करें
लॉग इन

Similar bengali poem from Romance