সিঁদুর
সিঁদুর
বিদায় বেলা সিঁদুর খেলা
তাতেই নতুন শুরু,
মূর্তি হলে যায় বিসর্জন
বুকেতে দুরু দুরু।
বিয়ের সময় সিঁদুর দানে
স্বপ্ন যে হয় আঁকা,
মঙ্গলসূচক প্রতীক সে যে
আগলে তাকে রাখা।
ভালোবাসার স্বীকৃতি সে
দাম্পত্যের জলছবি,
হিন্দু নারীর ভূষণ রূপে
রক্তিম রাঙা রবি।
সিঁদুর হারা নারীর জীবন
স্রোত বিহীন এক নদী,
বুকের ভিতর ভয়ের আবেশ
হারায় গতি যদি।

