STORYMIRROR

PRADIP KUNDU

Tragedy Others

3  

PRADIP KUNDU

Tragedy Others

আগুন

আগুন

1 min
405

একদিন যে আগুনকে আমি ভয় পেতাম

আজ, সেই আগুন নিয়েই আমি -- খেলা করি।

যে আগুন দেখে একদিন দৌড়ে পালাতাম

এখন সেই আগুনে দগ্ধ হই বারবার।


আগুন আজ আমাকে জ্বালায়-পোড়ায়,

প্রতিদিন শেখায়--- আরও, আরও শক্ত হতে।

আগুন আমাকে চিৎকার করতে বলে,

প্রবল তেজে অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহী হতে বলে।


যে আগুন দেখলে একদিন আমি তাকে নিভিয়ে দিতাম

আজ সেই আগুনেই হাসি মুখে নিজেকে উৎসর্গ করি,

এই অন্ধকার পৃথিবীতে আজ আগুন আমার বড়ো প্রিয়

আগুন জ্বলে - জ্বালায়- ধ্বংস করে, আবার পথও দেখায়।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy