আমি সৃষ্টি করতে পারি...
আমি সৃষ্টি করতে পারি...
আমি একজন সৃষ্টিশীল মানুষ,
সৃষ্টির পথ ত্যাগ করে তাই
ধ্বংসের কথা ভাবতে পারি না।
মৃত্যু উপত্যকার ছবি
আমার লেখনী স্তব্ধ করে দেয়।
বদলা, প্রত্যাঘাতের আকাঙ্খা
ভালবাসি মনকে প্রশ্ন করে যায়...
কূটনীতি, রাজনীতির পাতা ফাঁদে
কলের পুতুল হয়ে বেঁচে কি লাভ?
প্রেমের স্বর্গ যদি না গড়তেই পারি
ঘৃণার অগ্নিকুণ্ড জ্বালিয়ে কি লাভ?
ধূসর ধমাকায় ক্ষত বিক্ষত হলেও
শান্তির আশা ছাড়তে পারি না।
কলমে ঝড় তুলতেই পারি...তবুও
বিনাশের পক্ষে রায় দিতে পারি না।
আমি সৃজনশীল মানুষ। তাই...
গোলাপ বাগান উজাড় করে
বিদ্বেষের বীজ ছড়াতে পারি না।
কাঁটার আঘাতে ক্ষত-বিক্ষত হয়েও
রক্তপাত ঘটাতে পারি না...কারণ
আমি সৃষ্টি করতে জানি...শুধুই
...ধ্বংস করতে জানি না।