STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational Others

4  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Inspirational Others

কাজের বুয়া

কাজের বুয়া

2 mins
425


কাজের বুয়া 

মোঃ হেদায়েতুল ইসলাম


আমি কাজের বেটি করিমন বিবি আমার দুঃখের কথা বলি,

জন্ম থেকেই দুঃখী আমি দুঃখ নিয়েই চলি।

ছোট্ট বয়সেতেই মা'টি আমার গিয়েছিল মরে,

ডাইনির মতো সৎ মা এক এসেছিল মোর ঘরে।

অল্প বয়সেতে সেজে দিয়েছিল কাজে অন্যের দ্বারে,

অজস্র কাজ চাপাতো এই ছোট্ট বয়সেই আমার ঘাড়ে।

রান্না করা ঘর ও শিশু দেখাশোনা সহ অজস্র কাজ করতে হতো,

দয়া মায়া নেই মনিবের আচরণ ছিল পাষন্ডের মত।

অনেকগুলো বছর এভাবেই গিয়েছিল কেটে,

দু মুঠো ভাত পেতে অন্যের দ্বারে দ্বারে অজস্র খাটুনি খেটে ।

মন্দ এক লোকের সাথে বাবা মোরে দিয়েছিল বিয়ে,

অন্যের বাড়িতে ঝি এর কাজ করা তো আমাকে দিয়ে।

অন্যের ঘরে নিজের ঘরে উভয় কাজেই সামাল দিতে হতো,

সুখ শান্তি আদর আহ্লাদ সব যেন আমার কাছে স্বপ্নের মত।

কাজে ভুল হলে মনিবদের কত কথা শোনা লাগে,

আমিও মানুষ কেন এত দুঃখ মোর জীবনে এ কথাটি মনে জাগে।

স্বামী সন্তানকে খেতে দেই আমি অন্যের দ্বারে খেটে,

করিনি চুরি করেছি কাজ মাইলের পর মাইল হেঁটে হেঁটে।

অবজ্ঞা অবহেলা পেয়েছি সৎ কাজের বুয়া হয়ে,

দুনিয়ার দিকে দিকে কত কাজের বুয়া কত দুঃখ যাচ্ছে সয়ে।

বাড়ি গাড়ি আর অট্টালিকার স্বপ্ন দেখি না,

কাজ করে যাব মানুষের তরে কভু অসৎ হবো না।

অভাব কষ্ট না পাওয়ার বেদনা অজস্র লুকিয়ে রাখি,

এ জীবনে কাজে কভু দেইনি আমি ফাঁকি।

হাসিমুখে বলি কথা কেউ বোঝেনা ভিতরে কত ব্যথা,

সততা বিনয় নিয়ে চলি সাথে শক্তি মোর সরলতা।

মানুষে মানুষে কেন এত উঁচু নিচু কেন এত ভেদাভেদ,

ভালোবাসা দিয়ে করব জয় এটাই যে মোর জেদ।

সমাজের ভালো কাজে কাজের বুয়ারাও লাগে এটাও জানা চাই,

আমিও মানুষ আছে অধিকার সকলের ভালোবাসা যেন পাই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy