STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

3  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

মানুষের জন্য চাই

মানুষের জন্য চাই

1 min
215



মানুষ চেনা বড়ই কঠিন নয়তো 

সহজ কথা,

বহু মানুষ বহু ভাবে কারণে 

অকারণে দেবে তোমায় ব্যথা।

নানান রঙের নানান মানুষ নানান 

ভাবে চলে,

স্বার্থ দেখে কিছু মানুষ নানান ভাবে 

কথা বলে।

কিছু মানুষ বড়ই লোভী তাদের 

তুমি দেখবে,

তাদের সাথে চললে তুমি নিজেও 

একদিন ঠকবে।

হিংসুক মানুষ থেকে দূরে থাকতে 

হবে,

হিংসুক মানুষ অশান্তি সৃষ্টি করে 

সুন্দর এই ভবে।

মিথ্যাবাদী মিথ্যে দ্বারা জীবজগতের 

করে বহু ক্ষতি,

মিথ্যাবাদীর কথা কাজ ঠিক থাকে না 

যায়না বোঝা মতিগতি।

ছলনা যে করতে জানে বহু কিছু করে 

দেয় নষ্ট,

প্রতারকই প্রতারণা করে জীবজগৎকে 

দেয় কষ্ট।

নিন্দুক এর সমালোচনায় হানাহানির 

হয় সৃষ্টি,

মন্দ লোক নষ্ট করে দেশ ও জাতির 

সুন্দর কৃষ্টি।

নীতিহীন মানুষ সমাজটা কুড়ে কুড়ে 

খায়,

নীতিহীনের লজ্জা নাই নীতিহীনকে 

মন্দ কাজে পাওয়া যায়।

দু'মুখো মানুষ ভয়ানক এদের থেকে 

দূরে থেকো,

মানহানি করতে পারে কথাটা জেনে 

রেখো।

মহা মহা অন্যায় করেও যার অনুশোচনা 

নাই,

মহা মহা অন্যায়কারী থেকে সদা দূরে 

থাকা চাই।

দয়া ক্ষমাহীন বিবেকহীন মানুষ তাকে 

মানুষ বলা যায় না,

নিষ্ঠুর নির্দয় অমানবিক যে সে মানুষ 

নয় সে হলো হায়েনা।

মানুষ চিনে জেনে শুনে বুঝে সদা চলবে,

হয়ে আবেগি মূর্খের মত কেন কাজ আর 

কথা বলবে।

এসো সৎ সত্যের কথা ও কাজ করি 

শান্তির পৃথিবী গড়ে যাই,

এসো মানবিক আচরণ আমরন করি 

মানুষ মানুষের জন্য চাই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy