ভালো
ভালো


ভালো কথা বলা চাই,
ভালো পথে চলো যাই।
ভালো নীতি মানা চাই,
ভালো জ্ঞান জেনে যাই।
ভালো কাজ করা চাই,
ভালোর জন্য লড়ে যাই।
ভালো বই পড়া চাই,
ভালো মানুষ গড়ে যাই।
ভালো পথে আয় চাই,
ভালো পথে ব্যয় করে যাই।
ভালোর মর্ম বোঝা চাই,
ভালো হৃদে স্থান দিয়ে যাই।
ভালোর চর্চা করা চাই,
ভালো যারা পুরস্কৃত করে যাই।
ভালো মানবিক আচরণ করা চাই,
ভালো সুখ শান্তির পৃথ্বী এসো গড়ে যাই।