কি নামে ডাকবে
কি নামে ডাকবে


🌷কি নামে ডাকবে 🌷
বড়দের মুখে শুনেছি বিপ্লব হয়েছিল
সেসবকে এখন নাকি ইতিহাস বলে
এখনো নাকি বিপ্লব হয়।
তবে আমি যে সব দেখতে পাই
তাদেরকে বিপ্লব বলে কিনা আমার জানা নেই।
আচ্ছা, তোমরা কি বলতে পারো বিপ্লবের পরিভাষা কি?
আচ্ছা, যারা অন্ধকারে মুখ লুকায় তারা কারা?
যাদের পোশাক-পরিচ্ছদের সাথে মনের ভেতরের দিকের অনেক ফারাক ওরা কারা?
সভ্যতার মালা জপ করে যারা পরোক্ষ অসভ্যতা করে
তেনারাই বা কারা?
আর তারাই বা কারা
>যাদের দোষ নেই অথচ তাদেরকে
মাথা নিচু করে রাখতে বাধ্য করে যারা?
আচ্ছা কেউ বলতে পারো
বেঁচে থাকাটা মনের মধ্যে এমন গুমোট বেঁধে থাকে কেন?
সেদিন একদল গায়ে পরা লোক দেখেছি
নারী-পুরুষ নির্বিশেষে এরা কারা?
কেমন করে কেন এরা? কিসের লোভে?
এও দেখেছি ব্যাতিক্রমী মানুষদের
এরা মানুষ বলে মনেই করে না,
তাচ্ছিল্য ভরে দেখে ছোট করে আনন্দ কুড়ায়
কেন যে ওরাই জানে,,,
ওই দলের লোকগুলোকে মানুষ কি নামে ডাকবে?
© Sipra DebnathTultul.