সময় কথা বলে
সময় কথা বলে


শিরোনাম: সময় কথা বলে
কলমে: শিপ্রা দেবনাথ
তারিখ: ১০.০৪.২০২৪
- সময়ের কথা বলে -
সময় পাল্টে যায়
সাথে ইচ্ছে আকাঙ্খা স্বপ্নগুলোও
সময়ে না হলে সে কাজের আর মূল্য থাকে না।
টাকায় সবসময় স্বাস্হ্য কেনা যায় না
সুখ কেনা গেলেও শান্তি কিম্বা তৃপ্তি নয়।
নিঃস্বার্থ সেবায় প্রকৃত আনন্দ প্রাপ্তি হয়
তার জন্য একটা খাঁটি মন চাই,,,
জীবের ভেতর শিব
নর রূপে নারায়ন
নারী জগন্মাতা পরমা প্রকৃতি
সেবা কঠিন ব্রত, মানসিকতার প্রয়োজন।
সময়ে শুরু করলেই সময়ে পৌঁছানো সম্ভব
কোনো কাজই নয় অসম্ভব
সাকারাত্মক চিন্তা উন্নতির সোপান
সব ভালো যার শেষ ভালো
ঠকিয়ে জেতার চাইতে জিতিয়ে দিয়ে ঠকা ভালো
মনে গ্লানি বয়ে বেড়াতে হয় না।
যেমন দিবে তেমনটাই ফিরে আসবে।
কাউকে পেছনে ঠেলে দিয়ে
যদি ভাবো অনেক টা এগিয়ে গিয়েছো
ভাবনাটা ভুল
উপরওয়ালা চুলচেরা হিসেব রাখেন।
©sipra debnath tultul.