STORYMIRROR

Sipra Debnath

Tragedy Action Classics

4  

Sipra Debnath

Tragedy Action Classics

চক্রব্যুহ

চক্রব্যুহ

1 min
326

কতো কষ্টে তৈরী হয় একেকটা পরিচয়, একেকটা সুসম্পর্ক,,,

যেমন বিন্দু বিন্দু জলে এক পরিপূর্ণ সিন্ধু উপন্যাস,,

সেই সিন্ধু যদি এক লহমায় শুকিয়ে যায়!!! 

সম্পর্কটার যদি আচমকাই আসা কোনো ঝরে মৃত্যু ঘটে,

কষ্টার্জিত পরিচয়টা চক্রান্তের চক্রব্যুহতে যদি তছনছ হয়ে যায়,,

মাটি চাপা পড়ে থাকা কবর থেকে

উঠে আসে সেই সম্পর্কের শব,

মুখোশের আবডালে থাকা চেহারা গুলো দেখে শবের ললাটে বিন্দু বিন্দু ঘাম,,বুঝতে পারে না কোনটা কার মুখ,,ভয়ে আঁৎকে উঠে আর ভাবে

ভালোই হয়েছিল তার মৃত্যু ঘটে,

কবর ফুঁড়ে বেরিয়ে আসার ভুলে 

বিভৎসতা চাক্ষুষ করতে হলো।

ওদের চক্রান্ত জেরে আমায় নরকগামী করল। লাশের দুচোখ বেয়ে অশ্রু বন্যা,,হে ঈশ্বর তুমিও ওদের মেকি অভিনয় ধরতে পারলে না???



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy