গন্তব্য
গন্তব্য


✨গন্তব্য✨
আমার বুকের ভেতর যতটা আগুন তোমার বুকের ভেতর ততটা জল খুঁজে পাইনি,, তাই আর শান্ত হতে পারিনি। অশান্ত আগুন এক সময় কি করে জানিনা প্লাবিত নদী হয়ে উঠল, তারপর শুধু বয়ে চলাই উদ্দ্যেশ্য হয়ে উঠে, কত পাথর কত পাহাড় পথ আটকে দাঁড়ায়। বাক বিতন্ডা স্বভাব নয় পথ বদলে ফেলে সে নদী, পাহাড় তাকিয়ে থেকে দেখে ভাবে এটা কি হলো? কার কি ভাবনা কার কি অভিপ্রায় এসবে সে রুচি রাখে না, সময়ের মূল্য অনেক তাই এগিয়ে চলে,, সে জানে তার গন্তব্য,,পৌঁছে যাওয়াই লক্ষ্য।