STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Action Inspirational Others

4  

POET MD HEDAETUL ISLAM

Action Inspirational Others

মনোযোগ

মনোযোগ

1 min
341


মনোযোগ

মোঃ হেদায়েতুল ইসলাম


মনোযোগ জীবনের প্রতিটি পদক্ষেপে থাকা চাই,

মনোযোগ ছাড়া কোন কাজের সঠিক মূল্য নাই।

মনোযোগহ হীন কথা বললে কথা ভুল হতে পারে,

ভুল কথা বলার জন্য অনেকে অপমান করে ছাড়ে।

মনোযোগ হীন লেখাপড়া করলে তা তো হবে না,

মনোযোগ হীন পরীক্ষা দিলে ভালো ফল কভু পাবে না।

মনোযোগহ হীন যানবাহন চালালে দুর্ঘটনা হতে পারে,

মনোযোগহ হীন রাস্তায় চললে যেতে পারো তুমি মরে।

রোগ ও শোকে মনোযোগ হীন হলে তোমাকে ভুগতে হবে,

অর্থের প্রতি মনোযোগ হীন হলে এ ভবে অনেক বিপদ তোমার রবে।

পরিবার ও দেশের প্রতি মনোযোগ হীন হলে কোথাও দাম পাবে না,

সৎ সত্যের পথে মনোযোগ হীন হলে কভু দুর্নাম ঘুচবে না।

নিজের মঙ্গলে মনোযোগ দিয়ে ভালো কাজ করা চাই,

মানবিক সব কর্মকাণ্ডে মনোযোগসহ যেন তোমাকে পাই।

মনোযোগ দাও সময়ের প্রতি চলে যাওয়া সময় তো ফিরে আসে না,

মনোযোগ দাও আচরণের প্রতি বিনয়ী হও অসদাচরণ করো না।

মনোযোগ দিয়ে প্রতিটি মুহূর্ত লাগাও ভালো কাজে,

মনোযোগ দিয়ে কাজ করে যাও মানুষের তরে সকাল সাঝে।

মনোযোগ দিয়ে ভালো বই পড়ো ভালো শিক্ষা ছড়িয়ে দাও,

মনোযোগ দিয়ে ভালো কথা বলে ও ভালো কর্ম আমৃত্যু করে যাও।


Rate this content
Log in

Similar bengali poem from Action