STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

3  

POET MD HEDAETUL ISLAM

Tragedy Action Inspirational

একুশে ফেব্রুয়ারী

একুশে ফেব্রুয়ারী

1 min
5


একুশে ফেব্রুয়ারী শোক থাকলেও শক্তি মোদের দেয় দেবে,

ভাষার জন্য বহু তাজা প্রাণ গিয়েছিলো অকাতরে নিভে।

ফেব্রুয়ারীর একুশ তারিখ শ্রদ্ধা ভরে স্মরণ করি করব,

মাতৃভূমির কিছু হলে মোরা ঠিক রক্ত দিয়েই লড়বো।

সালাম,বরকত,রফিক,জাব্বারসহ অনেকের ত্যাগের কথা মোরা ভুলি নাই,

মাতৃভূমির জন্য ত্যাগীদের তরে সকলের কাছে দোয়া চাই।

ভাষা শহীদদের ঋণ মোরা কভু শোধ করতে পারবো না,

দেশ ও দশের প্রয়োজনে দেশের শত্রু কে মোরা ছাড়বো না।

মোদের ভাষা মোদের গর্ব সারা বিশ্ব জানে,

ইতিহাস ঐতিহ্যে বাঙালি সমৃদ্ধ বিশ্ববাসী মানে।

বীর বাঙালি লড়তে জানে জানে ইতিহাস গড়তে,

মাতৃভূমির প্রয়োজনে বীরেরা পারে সর্বোচ্চ ত্যাগ করতে।

কিসের গোলা কিসের বারুদ বাঙ্গালীদের কেউ দমাতে পারেনি পারবেনা,

ত্যাগী বাঙালি গুণী বাঙালি হারেনি কভু হারবে না।

ফেব্রুয়ারীর একুশ তারিখ এসো সবে মোরা শপথ নেই,

পেরেছে বাঙালি পারবে বাঙালি চলো সারা বিশ্বকে দেখিয়ে দেই।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy