চলো সবে
চলো সবে
চলো সবে
মোঃ
চলো সবে ভালো কথা বলি,
চলো সবে ভালো পথে চলি।
চলো সবে মিথ্যা পরিহার করি,
চলো সবে ভালো বই পড়ি।
চলো সবে মানুষের সেবায় লাগি,
চলো সবে মানুষের দুঃখ করি ভাগাভাগি।
চলো সবে নিন্দা করব না বলি,
চলো সবে অন্যায়ের প্রতিবাদে একসাথে চলি।
চলো সবে পৃথিবীতে মিলেমিশে থাকি,
চলো সবে মানুষকে দিব না একসাথে বলো ফাঁকি।
চলো সবে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বো,
চলো সবে এইবার অনাবিল শান্তির পৃথিবীটা গড়বো।